হিন্দি টেলিভিশনের পর্দায় অতি জনপ্রিয় মুখ রুবিনা দিলাইক। ‘ছোট বহু’ ধারাবাহিকের দৌলতে দর্শকদের অন্দরমহলে বেশ পরিচিত তিনি। পাশাপাশি বিগ বস ১৪-র বিজেয়িনীও রুবিনা।
চলতি বছরের আগস্ট মাসেই রুবিনা মা হওয়ার সুখবর দিয়েছেন। এবার বেবিবাম্প নিয়ে বোল্ড ফটোশুট করে সোশাল মিডিয়ায় হইচই ফেলে দিলেন অভিনেত্রী।
স্বামী অভিনব শুক্লাকে নিয়েই এই সাহসী ফটোশুট করেছেন হবু মা রুবিনা। যেখানে তাঁকে পুরোদস্তুর স্বামী সোহাগী অবতারেই দেখা গেল।
পরনে সাদা কাচুলি। অনাবৃত স্ফিতোদর। চোখেমুখে মাতৃত্বের ঝলক ঠিকরে পড়ছে। সাজপোশাকও পুরোদস্তুর রানির মতো।
রুবিনা, অভনবর এই ফটোশুট দেখে অনুরাগীরাও প্রশংসায় পঞ্চমুখ।
ক্যাপশনে স্বামী অভিনবর উদ্দেশে রুবিনা লিখেছেন, "তুমি আমার জীবনের সেরা মিরাকেল।"
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.