৫ ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায় একাধিক অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন রাষ্ট্রপতি। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল। রাজ্যের তরফে মন্ত্রী মন্ত্রী ফিরহাদ হাকিম।
প্রথমে রাজভবনে ‘নেশামুক্ত ভারত অভিযান’ বলে একটি মাদক বিরোধী কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রপতি।
রাজভবনে মাদক বিরোধী অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সেখানেই মধ্যাহ্নভোজ সারেন রাষ্ট্রপতি।
রাজভবন থেকে দুপুর দেড়টা নাগাদ গার্ডেনরিচ শিপবিল্ডার্সে পৌঁছন রাষ্ট্রপতি। সেখানে নৌসেনার একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি।
রাষ্ট্রপতির হাত ধরে ‘বিন্ধ্যগিরি’ নামের ভারতীয় নৌবাহিনীর একটি নতুন রণতরীর যাত্রা শুরু হয়।
নারকেল ফাটিয়ে, মালা পরিয়ে জাহাজটির উদ্বোধন করেন প্রধান অতিথি রাষ্ট্রপতি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস।
তাঁরাও নতুন রণতরীটিকে মালা পরান। নৌবাহিনীর ‘১৭এ’ প্রকল্পের ষষ্ঠ জাহাজ হিসাবে বিন্ধ্যগিরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হল।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.