Advertisement
Advertisement

Breaking News

Droupadi Murmu

বায়ুসেনার পোশাকে সুখোই ৩০ ফাইটার বিমানে দ্রৌপদী মুর্মু, তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে নজির

রাষ্ট্রপতি হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার অসম সফর রাষ্ট্রপতি মুর্মুর।

বায়ুসেনার পোশাকে সুখোই ৩০ ফাইটার জেটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় বায়ুসেনার এই বিশেষ এয়ার ক্র্যাফটে ৩০ মিনিট ধরে আকাশে উড়লেন তিনি।

শনিবার অসমের তেজপুর বায়ুসেনা স্টেশনে পৌঁছে গিয়েছিলেন রাষ্ট্রপতি। সেখানেই বায়ুসেনার পোশাক গায়ে চাপান তিনি। আর তারপরই মাটি ছেড়ে আকাশে ওড়ে সুখোই ৩০।

রায়ুসেনার পোশাক পরে বায়ুসেনা জওয়ানদের সঙ্গে নিয়ে ক্যামেরার সামনে পোজ দেন তিনি। দেখান ভিকট্রি সাইন।

দেশের তৃতীয় রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে বায়ুসেনার বিমানে আকাশে ওড়ার নজির গড়লেন দ্রৌপদী মুর্মু।

গত ৬ এপ্রিল তিনদিনের অসম সফরে যান রাষ্ট্রপতি মুর্মু। আজই তাঁর সফরের শেষ দিন। তাঁর এই সফরে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে গজ উৎসবের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি গুয়াহাটি হাই কোর্টের ৭৫ বছরের পূর্তি অনুষ্ঠানেও ছিলেন তিনি। আর আজ শেষ দিনে সুখোই ৩০-তে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন তিনি।

রাষ্ট্রপতি হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার অসম সফর রাষ্ট্রপতি মুর্মুর। তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

দ্রৌপদী মুর্মুর আগে ২০০৯ সালে রাষ্ট্রপতি হিসেবে প্রতিভা প্যাটেল তেজপুরের এই এয়ার স্টেশন থেকেই সুখোইয়ে আকাশপথে ভ্রমণ করেছিলেন। ৭৪ বছর বয়সে বায়ুসেনা বিমানে উঠে নজির গড়েছিলেন তিনি।

তাঁরও আগে ২০০৬ সালে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে সুখোইয়ের আসনে বসেন এপিজে আব্দুল কালাম। এবার বায়ুসেনা বেশে দ্রৌপদী মুর্মুর হাসি মুখের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।