মঙ্গলবার, তৃতীয় দফায় গণতন্ত্রের উৎসবে শামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল সকাল আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলের বুথে ভোট দেন গান্ধীনগর কেন্দ্রের ভোটার মোদি। ছবি: পিটিআই
এদিন সকাল ৭টায় ভোটগ্রহণ পর্ব শুরু হতেই ভোটকেন্দ্রে মোদির সঙ্গে পৌঁছে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সোনাল শাহও। ছবি: পিটিআই
তৃতীয় দফায় কর্নাটকের কালাবুরাগীরের ভোটকেন্দ্রে ভোট দেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সঙ্গে ছিলেন স্ত্রী রাধাবাই খাড়গে। ছবি: পিটিআই
গণতন্ত্রের উৎসবে শামিল হলেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কামরূপে পরিবারকে সঙ্গে ভোটে দিলেন তিনি। সকলের সঙ্গে মিলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ছবি: পিটিআই
স্ত্রী ডিম্পেল যাদবকে নিয়ে ভোট দেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ছবি: পিটিআই
গুজরাটের জামনগরে ভোট দেন বিজেপি বিধায়ক রিভাভা জাডেজা। ছবি: পিটিআই
তৃতীয় দফার নির্বাচনে ধরা পড়েছে অন্য ছবিও। মঙ্গলবার উত্তরপ্রদেশের হাতরাসে বিশেষভাবে সক্ষম মেয়েকে নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে আসেন রাট রানি নামে এক মহিলা। ২৭ বছরের মেয়ে কমলাকে নিয়েই ভোট দেন তিনি। ছবি: পিটিআই
উত্তরপ্রদেশের বারেলিতে গণতন্ত্রের বৃহৎ উৎসবে শামিল হলেন মুসলিম মহিলারাও। মঙ্গলবার ভোটদান করেন তাঁরা। ছবি: পিটিআই
ভোটাধিকার প্রয়োগ সকলের মৌলিক অধিকার। গণতন্ত্রের উৎসব উদযাপনে যোগ দিলেন রূপান্তরকামীরাও। গুজরাটের খেরায় এক ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেন তাঁরা। ছবি: পিটিআই
গুজরাটের দেবগড় বাড়িয়ার দাহোদ ভোটকেন্দ্রে স্বামীর সঙ্গে ভোট দিলেন বিলকিস বানো।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.