দেশে ফিরতেই রামলালার টানে অযোধ্যা ছুটলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সঙ্গে নিয়ে গেলেন স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরি জোনাসকে।
'জয় শ্রী রাম' লিখে বুধবার রাতে নেটপাড়ায় রামমন্দির দর্শনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যা দেখে 'সংস্কারি দেশি গার্ল'-এর প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। কেউ কেউ আবার অভিনেত্রীকে 'সনাতনী' বলেও তকমা দিলেন।
মার্কিন মুলুকে থেকেও দেশের সংস্কৃতি, আচার, রীতি-নীতি ভোলেননি প্রিয়াঙ্কা চোপড়া। বরং বর নিক জোনাসকেও নিজের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।
রামমন্দিরের একগুচ্ছ ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, "আমার খুদে মালতী আর গোটা পরিবারের জন্য রামলালার কাছে আশীর্বাদ চাইলাম।" অভিনেত্রীর এমন 'সংস্কারি' পোস্টে নেটপাড়া প্রশংসায় ভরিয়ে দিয়েছে।
এদিন রামলালার দর্শন করে মুগ্ধ পপ গায়ক নিকও। একেবারে ‘দেশি গার্ল’ হয়েই অযোধ্যার মাটিতে পা রাখলেন প্রিয়াঙ্কা। রামমন্দিরে গিয়ে পুজো দিলেন। খুদে মালতীকে দেখে আবার অনেকে 'ছোট্ট সীতা'র সঙ্গে তুলনা করলেন। (ছবি : ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.