কাজের মজা ফ্লোরে, ছুটির মজা সমুদ্রে। এমনটাই যেন বিশ্বাস প্রিয়াঙ্কা চোপড়ার। তাই তো জুলাই মাসের ছুটি তাঁর কেটেছে নীল সমুদ্রে।
সমুদ্রে গেলে আবার 'বিকিনি বেব' প্রিয়াঙ্কা। সেই অবস্থাতেই বসে পড়েছিলেন স্বামী নিক জোনাসের কোলে।
বাবা-মায়ের সঙ্গে বিলাসবহুল ক্রুজে সময় কাটিয়েছে ছোট্ট মালতী। মেয়ের সঙ্গে খেলার ছবি পোস্ট করেছেন নিক।
মার্কিন পপ তারকা নিক। কেন তিনি সেদেশের তরুণীদের প্রিয়, তা এই ছবি দেখলেই বোঝা যায়।
প্রিয়াঙ্কার থেকে ১১ বছরের ছোট নিক। কিন্তু বয়স দু'জনের মধ্যে কখনও বাধা হয়নি।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.