Advertisement
Advertisement

ধর্মতলা মেট্রো স্টেশনে উদ্দাম নাচ, ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র ছবির প্রচারে তাক লাগালেন বুম্বাদা

২৫ নভেম্বর মুক্তি পাবে প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা।

এলেন, নাচলেন, আর এক মিনিটে সবার মন জয় করে নিলেন টলিউডের বুম্বাদা। মেট্রো স্টেশনে তখন ভিড় উপচে পড়ে। প্রিয় নায়ককে সামনাসামনি দেখে চিলচিৎকার। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

আসলে এসব কাণ্ড 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'র জন্যই। না, ঋতুপর্ণাকে বিয়ে করছেন না প্রসেনজিৎ। আসলে এটা বুম্বাদার নতুন ছবির নাম। সেই ছবির প্রচারেই মেট্রো স্টেশনে দেখা গেল ছবির টিমকে। মুক্তি পেল ছবির টাইটেল ট্র্যাক। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

মোদ্দা কথা প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা গানের মধ্যে ঢুকে পড়ল শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবির চোখ তুলে দেখো না গানটিও। সেই গান শোনা গেল একেবারে নতুন কায়দায়। অনুরাগীরা ডুব দিল নস্ট্যালজিয়ায়। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

চলতি বছরের ‘ভ্যালেন্টাইনস ডে’ অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি সকাল সকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) একটি টুইট করেছিলেন। যেখানে দেখা যায়, একটি ছোট্ট ভিডিও। এই ভিডিওতে লেখা রয়েছে, ”বিগত তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি।” সঙ্গে গুরুজনদের আশীর্বাদও চেয়েছিলেন তিনি। এই টিজার ভিডিওতেই দেখা গিয়েছিল, বিয়ের পাকা দেখা থেকে সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর হাট্টিমাটিম টিম। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

বিয়ের ঘটকালির দায়িত্বে অভিনেতার বোন পল্লবী চট্টোপাধ্যায়। এই সূত্র ধরেই বোঝা যাচ্ছে, এই বিয়ের গল্পটা একেবারেই ফিল্মি। এই বিয়ের টিজার ভিডিওর মধ্যে দিয়ে নতুন ছবির খবরই জানিয়ে ছিলেন প্রসেনজিৎ, তা বুঝতে খুব একটা দেরি হয়নি নেটিজেনদের। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

একদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউডের সুপারস্টার, অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত টলিউড কুইন। বরাবরই সিনেমার পর্দায় এই জুটি ঝড় তোলেন। তাঁদের দু’ জনকে শেষ দেখা গিয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘প্রাক্তনে’। বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। আর সেই ম্যাজিকই যে আবার সিনেমার পর্দায় ফিরতে চলেছে, তার ইঙ্গিত মিলেছিল প্রসেনজিতের সেই টুইটে। আর এবার প্রকাশ্যে সেই ছবির মুক্তির তারিখ। ২৫ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়