জনসমাগম ছাড়াই পুরীতে রথযাত্রা। ভিড় এড়াতে সোমবার রাত ৯টা থেকে বুধবার বেলা ২টো পর্যন্ত সম্পূর্ণ শাটডাউন থাকবে পুরী।
শর্তসাপেক্ষেই রথযাত্রার আয়োজন পুরীতে। স্বাস্থ্যবিধি মেনেই মাসির বাড়ি যাত্রা জগন্নাথ-বলরাম ও সুভদ্রার।
জগন্নাথদেবের আগমন উপলক্ষে সেজে উঠেছে মাসির বাড়ি।
করোনার জেরে বাড়ি বসেই জগন্নাথ দর্শন। টিভির পর্দায় চোখ রেখেই প্রণাম সারলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক।
স্বাস্থ্যবিধি মেনে কলকাতাতেও রথযাত্রার আয়োজন। রাস্তায় না নেমে বাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়েই জগন্নাথ দর্শন করলেন ভক্তগণ। ছবি: পিন্টু প্রধান
দিল্লির হজ খাসে জগন্নাথ মন্দিরে সকাল সকাল পুজো দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
আহমেদাবাদেও রীতি মনে হল জগন্নাথদেবের পুজো।
রাঁচিতে জগন্নাথ মন্দিরের সামনে ভক্তদের ঢল। মুখে মাস্ক পরেই মন্দিরে হাজির তাঁরা।
জয় জগন্নাথ। রথযাত্রা উপলক্ষে পুরীর ছোট্ট রূপ সমুদ্র সৈকতে ফুটিয়ে তুললেন বালুশিল্পী সুদর্শন পটনায়ক।
দুর্গাপুর ইসকনের রথ ঘুরল মন্দির প্রাঙ্গণেই।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.