Advertisement
Advertisement

Breaking News

DYFI

ভিড়ে ঠাসা বামেদের ব্রিগেড, ভোট বাক্সও ভরবে তো? প্রশ্ন নিয়ে ফিরলেন মীনাক্ষীরা

এদিনের জন সমাগমে নতুন করে আশায় বুক বাঁধছে বাম কর্মী-সমর্থকরা।

যতদূর চোখ যায় শুধুই মাথা...। রবিবার DYFI-এর ব্রিগেড সমাবেশে জনতার ঢল। কার্যত কানায় কানায় পূর্ণ প্যারেড গ্রাউন্ড।

সিপিএম নেতা আভাস রায়চৌধুরী বললেন, ‘‘মাঠের ব্রিগেডকে বুথের ব্রিগেডে পরিণত করতে হবে।’’ আদৌ এই জনপ্লাবন প্রতিফলিত হবে ভোট বাক্সে?

৫০ দিনের ইনসাফ যাত্রা শেষে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই ব্রিগেডে সভার আয়োজন করে। লক্ষ্য ছিল, যাত্রার এক তৃতীয়াংশও যদি শামিল হন সভায়।

কিন্তু রবিবার ব্রিগেডে মানুষের ভিড় নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করল বলেই দাবি বামেদের।

আদৌ জনজোয়ারের প্রভাব পড়বে ভোটে? প্রশ্ন দলের অন্দরেই। তবে মিনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন, এটা টি-২০ নয়, টেস্ট ম্যাচ খেলতে নেমেছি। আজ বললেই কাল বদলে যাবে না সবটা। ধৈর্য ধরে ক্রিজে টিকে থাকতে হবে।

এদিন ব্রিগেডে মঞ্চের নীচে বসে সবার ভাষণ শুনলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্রেরা। আর মঞ্চে ছিলেন সেলিম,মিনাক্ষী, সৃজনরা।

সভা শেষে একরাশ আশায় বুক বেঁধে ঘরে ফিরলেন কর্মী-সমর্থকরা। এবার লড়াই এলাকায় মাটি ফিরে পাওয়ার।