Advertisement
Advertisement

Breaking News

শিখ দাঙ্গার স্মৃতি ফিকে, ভারত জোড়ো যাত্রায় পাগড়ি পরে স্বর্ণমন্দিরে রাহুল গান্ধী

দেখুন ফটো গ্যালারি।

ভারত জোড়ো যাত্রার হরিয়ানা পর্ব শেষে অমৃতসরের স্বর্ণমন্দিরে রাহুল গান্ধী।

সদ্যই হরিয়ানা পর্ব সেরে ভারত জোড়ো যাত্রা প্রবেশ করবে পাঞ্জাবে। তার ঠিক আগে স্বর্ণ মন্দিরে গিয়ে একাধিক শিখ ধর্মীয় রীতি পালন করলেন কংগ্রেস নেতা।

গেরুয়া রংয়ের পাগড়ি পরে স্বর্ণমন্দিরে শিখ ধর্মগুরুদের শ্রদ্ধা জানান রাহুল। অকাল তখতেও শ্রদ্ধা জানাতে যান তিনি। বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটান তিনি।

ভারত জোড়ো যারা চলাকালীন রাহুলের এই স্বর্ণমন্দির ভ্রমণ বেশ তাৎপর্যপূর্ণ। মনে করা হচ্ছে, শিখ দাঙ্গার ক্ষতে নতুন করে প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন রাহুল।

১৯৮৪ সালের ৩-৮ জুন অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে ঘাঁটি গেড়ে থাকা খলিস্তানি জঙ্গিদের উৎখাত করতে ‘অপারেশন ব্লু স্টার’ অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা।

সেই সিদ্ধান্তের নেপথ্যে ছিল ইন্দিরা গান্ধীর মস্তিষ্ক। পরে শিখদের পবিত্র ধর্মস্থানে সেনা অভিযান চালানোর খেসারত দিতে হয় ইন্দিরাকে। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর দুই শিখ দেহরক্ষীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন তিনি।

ইন্দিরার মৃত্যুর সঙ্গে এই স্বর্ণমন্দির ওতপ্রোতভাবে জড়িত ছিল। ভারত জোড়ার উদ্দেশে বেরিয়ে রাহুলের সেই স্বর্ণমন্দিরে যাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। রাহুল বুঝিয়ে দিলেন, তাঁর কাছে কেউই অচ্যুত নন।

যদিও এর আগে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে রাহুল স্বর্ণমন্দিরে যান। তবে, তাঁর এবারের সফর বেশি তাৎপর্যপূর্ণ।