ছেলে যুবানকে নিয়ে জগন্নাথ দেবের দর্শন করলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
সম্ভবত এই প্রথম পুরীর সমুদ্র দেখল যুবান। মন্দিরের বাইরে একাধিক ছবি আপলোড করেছেন রাজ।
জগন্নাথ দেবের দর্শন করে বেশ খুশি যুবান। হাসিমুখেই মা ও বাবার সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেয়। সঙ্গে পুরোহিতও ছিলেন।
কী কী করা যায় পুরীতে? সোফায় বসে বোধহয় এই চর্চাই করছিলেন রাজ ও শুভশ্রী।
প্ল্যান যাই হোক না কেন, পুরীতে ক'টা দিন বেশ ভালই কাটছে তারকা দম্পতির।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.