রবিবাসরীয় দুপুরে জমজমাট পিকনিক টলিউডের। কে নেই সেখানে? পরিচালক-প্রযোজক, চিত্রনাট্যকার, সঙ্গীতকারদের সঙ্গে পাল্লা দিয়ে মজেছেন টলিপাড়ার তারকারা।
রবিবার চব্বিশ পরগণার এক রাজবাড়িতে এই পিকনিকের আয়োজন হয়েছিল। থিম সাদা। সকলে রং মিলান্তি পোশাকে ধরা দিলেন।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়দের সঙ্গে পিকনিকে যোগ দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ছেলে উজানও।
পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, পদ্মনাভ দাশগুপ্ত, অভিজিৎ সেন সকলকেই দেখা গেল।
পিকনিকে রোম্যান্টিক মুডে রাজ-শুভশ্রী। স্ত্রী দর্শনাকে ছাড়াই আসরে সৌরভ দাস। দেখা গেল না পরমব্রতপত্নী পিয়া চক্রবর্তীকেও।
রুদ্রনীল ঘোষের গালে চুমু বসালেন অঙ্কুশ। ঐন্দ্রিলা, শুভশ্রী-শ্রাবন্তীরা মজলেন আড্ডায়। নাচে-গানে জমে উঠেছিল পিকনিক।
কখনও গান ধরতে দেখা গেল সৃজিত মুখোপাধ্যায়ের ‘দ্বিতীয় পুরুষ’ তারকা পরমব্রত, অনির্বাণকে।
আবার কখনও বা নিজের ছবির ‘ভোলার কোকাকোলা’ গানে এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সিং সোনির সঙ্গে নাচতে দেখা গেল শ্রাবন্তীকে।
উপস্থিত ছিলেন পাওলি দাম, ইশা সাহা, দেবালয় ভট্টাচার্যকেও। সাদা পোশাকে এলেন গৌরব-রিধিমাও।
রবিবাসরীয় দুপুরে গঙ্গার পারে জমজমাট পিকনিক টলিউড তারকাদের। তবে এই তারকাখচিত পিকনিকে কারা মিসিং জানেন?
দেব, জিৎ, প্রসেনজিৎদের কাউকেই দেখা গেল এই রবিবাসরীয় পিকনিকে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.