Advertisement
Advertisement

Breaking News

Saraswati Puja 2025 Tollywood

রাজ-শুভশ্রী, শোভন-সোহিনী, কোয়েল-নিসপাল, কাঞ্চন-শ্রীময়ী, টলিউডের ‘অমরসঙ্গী’দের সরস্বতী পুজো

দেখুন টলিউড তারকাদের বসন্ত পঞ্চমীর রঙিন অ্যালবাম।

রাজ চক্রবর্তীর অফিসের সরস্বতী পুজোয় হাজির কৌশানী মুখোপাধ্যায়। বাসন্তী রঙের শাড়িতে বসন্ত পঞ্চমী উদযাপন অভিনেত্রীর।

রং মিলান্তি নীল শেডের পোশাকে রাজ-শুভশ্রী। আসমানি রঙের শাড়িতে শুভশ্রী যেন মোহময়ী। রাজের পরনে ধুতি পাঞ্জাবি। এবারের পুজোয় অবশ্য ইউভানকে দেখা গেল না। সস্ত্রীক হাজির ছিলেন আবির চট্টোপাধ্যায় এবং জয়দীপ কুণ্ডু।

বিয়ের পর প্রথম সরস্বতী পুজো। শোভনের লিলুয়ার বাড়িতে বাগদেবীর আরাধনায় সোহিনী সরকার। সুগৃহিণীর মতোই নিজে হাতে পুজোর আয়োজন সারলেন।

ইন্দ্রাণী দত্ত এবং রাজনন্দিনীর বাড়ির পুজো। মা-মেয়ে জুটিতে বাগদেবীর আরাধনায় ব্যস্ত।

বাড়ির পুজো সেরে সিনেমা সরস্বতী ইভেন্টে হাজির তনুশ্রী চক্রবর্তী। বসন্ত পঞ্চমী মানেই যে হলুদ শাড়ি, সাজপোশাকে শৈশবের সেই নস্ট্যালজিয়ায় ফেরালেন তনুশ্রী। শাড়ি-গয়নায় অনন্যা হয়ে উঠেছিলেন তিনি।

মল্লিক বাড়ির পুজোয় স্বামী নিসপাল সিং রানে এবং ছেলে কবীরকে নিয়ে হাজির কোয়েল মল্লিক। রং মিলান্তি পোশাকে তারকাদম্পতি এবং তাঁদের ছেলে। সপরিবারে ধরা দিলেন একফ্রমে।

এসভিএফ-এর অফিসে 'রঘু ডাকাত'-এর মহরৎ সেরে সোজা সুরিন্দরের অফিসে পৌঁছে গেলেন দেব। সুরিন্দরের অফিসের পুজোয় একফ্রেমে দেব-কোয়েল। রঞ্জিত মল্লিকের সঙ্গে আড্ডায় অভিনেতা।

কাঞ্চন-শ্রীময়ীর বাড়িতেও বাগদেবীর আরাধনা। কাঞ্চনকে দেখা গেল কাঁসর বাজাতে। অন্যদিকে মেয়ে কৃষভিকে কোলে নিয়ে পুজোর কাজে হাত লাগালেন শ্রীময়ী।

ধুতি-পাঞ্জবিতে ট্র্যাডিশনাল প্রসেনজিৎ-মিশুক, ১২ বছর বাদে বাবা-ছেলের সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমীতে ‘বাপ-বেটা’ জুটিতে একেবারে শোরগোল ফেলে দিলেন নেটপাড়ায়। ভক্তরা বলছেন, 'এক ছবিতেই সুপারহিট!' (ছবি- ইনস্টাগ্রাম)