কপালে কিছুতেই হিট জুটছিল না রণবীর কাপুরের। একের পর এক ছবি ডাহা ফ্লপ। হঠাৎই রণবীর নিলেন লুক চেঞ্জের প্ল্যান। জিমে কসরত থেকে নতুন হেয়ার কাট। লুক বদলেই কপাল বদলে ফেলতে মরিয়া রণবীর কাপুর।
বহুদিন ধরেই ফ্লপ হচ্ছিল রণবীর। অভিনয়ে একনম্বর হয়েও, বক্স অফিসে পিছিয়েই পড়ছিলেন রণবীর।
তবে কপাল ঘুরল ব্রহ্মাস্ত্রে! অয়ন মুখোপাধ্যায়ের এই ছবি থেকেই ভাগ্যোদয়। ফিল্ম সমালোচকরা বলছেন, এই ছবি থেকেই সুঠাম শরীর ও নতুন হেয়ার কাট নিতে শুরু করেন রণবীর।
এর পর রণবীরের কেরিয়ারে বড়সড় টুইস্ট। লুকে চমক দিয়ে মুক্তি পেল 'অ্যানিম্যাল'। তার আগে অবশ্য মেদ ঝরিয়ে বেতের মতো শরীরে ধরা দিয়েছিলেন রণবীর। ছবির নাম 'তু ঝুটি ম্য়ায় মাক্কার'।
তবে রণবীরের সব ছবিকেই ছাপিয়ে গেল অ্যানিম্যাল'। নানা বিতর্ককে সঙ্গে নিয়ে রেকর্ড ব্যবসা করেছিল অ্যানিম্যাল'। প্রশংসিত হয়েছিল, রণবীরে হাই ভোল্টেজ লুক।
আর এবার অ্যানিম্যাল'পার্ক অর্থাৎ অ্যানিম্যাল' ছবির পার্ট ২ -এর জন্যই নতুন লুক নজর কাড়লেন রণবীর কাপুর।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.