সোমবার মুম্বইতে হয়ে গেল রণদীপ হুডা ও লিন লাইশরামের রিসেপশন পার্টি। পরনে লাল শাড়ি, মাথায় লাল ওড়নায় সাজলেন লিন। অন্যদিকে কালো স্যুটে দেখা গেল রণদীপ হুডাকে।
রণদীপ হুডা ও লিন লাইশরামের রিসেপশন পার্টিতে হাজির ছিলেন বলিউডের এক ঝাঁক তারকা।
জুটি বেঁধে এই রিসেপশন পার্টিতে হাজির হয়েছিলেন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা।
মেয়েকে সঙ্গে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন পরিচালক ইমতিয়াজ আলি।
হাজির ছিলেন রসিকা দুগ্গল, বিশাল ভরদ্বাজ, রেখা ভরদ্বাজের মতো ব্যক্তিত্বরা।
এই রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন ইউলিয়া ভান্তুর, টিসকা চোপড়াও।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.