পুরনো চালের মতো ভালবাসাও সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে যায়। রণবীর ও দীপিকার বেড়ানোর এই ছবিটি যেন তারই প্রমাণ।
গত ৬ জুলাই ছিল রণবীর সিংয়ের জন্মদিন। তা পালন করতেই বিদেশে বেড়াতে গিয়েছিলেন তারকা যুগল। তুলেছেন পায়ের ছাপ ও ফুলের এই ছবি।
"তোমায় ভীষণ ভালবাসি", এই ক্যাপশন দিয়েই ছবিগুলি আপলোড করেছেন রণবীর। একই ছবি দীপিকাও শেয়ার করেছেন।
খোলা আকাশের নিচে চুটিয়ে প্রেম করেছেন রণবীর-দীপিকা। সেই মুহূর্তও ফ্রেমবন্দি হয়েছে।
শোনা গিয়েছে, আমেরিকায় বেড়াতে গিয়েছিলেন বলিউডের 'বাজিরাও মস্তানি'। সবুজের রাজত্বে সেলফিও তুলেছেন দু'জন।
বেড়াতে গিয়ে কি ডায়েট মানা যায়? দীপিকা তো মানতে পারেননি। দিব্যি স্থানীয় খাবার খেয়েছেন নায়িকা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.