রাশিদ খানের শেষযাত্রায় অশ্রুসজল কলকাতা। দেখুন সেই মুহূর্ত।
বুধবার সকাল থেকে রবীন্দ্রসদন চত্বরে জণঅরণ্য। প্রিয় উস্তাদকে শেষবারের মতো বিদায়ী গুরুদক্ষিণা দিতে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গানস্যালুটে বিদায় জানানো হল রাশিদ খানকে। চোখের জল ধরে রাখতে পারলেন না অনুরাগীরা।
ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন-সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব এলেন উস্তাদকে শেষ শ্রদ্ধা জানাতে।
রাশিদপত্নী সোমা বসু খানকে সান্ত্বনা দিতে গিয়ে গলা বুজে এল অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়ার।
পণ্ডিত অজয় চক্রবর্তীকেও দেখা গেল উস্তাদের শেষযাত্রায়। কলকাতা তাঁর প্রাণের শহর হলেও উত্তরপ্রদেশে তাঁর জন্মভিটেতেই সমাধিস্থ করা হবে রাশিদ খানকে।
রবীন্দ্র সদনে উস্তাদকে চিরবিদায় জানাতে এদিন উপস্থিত ছিলেন সৌরেন্দ্র, সৌম্যজিৎও।
মেয়ে সুহাকে সান্ত্বনা দিতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না হৈমন্তী শুক্লা। এলেন ঘনিষ্ঠ বন্ধু মুনমুন সেনও।
শেষযাত্রাতেও স্বামী রাশিদকে আগলে রাখলেন স্ত্রী সোমা বসু খান। উত্তরপ্রদেশে বদায়ুঁতে জন্ম উস্তাদ রাশিদ খানের। সেই কারণেই বুধবার শিল্পীর শবদেহকে নিয়ে যাওয়া হচ্ছে উত্তরপ্রদেশের বদায়ুঁতে।
উপস্থিত শ্যামাসঙ্গীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়ও।
বাবা আর নেই, মেনেই নিতে পারছেন না দুই কন্যা সুহা আর শাওনা। শায়িত শিল্পীর বুকের উপর কান্নায় আছড়ে পড়লেন মেয়ে সুহা। (ছবি: ব্রতীন কুণ্ডু)
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.