টাইমলেস রেখা। সেই মোহময়ী, যৌনতা আর আভিজাত্যের মিশেলে যিনি তৈরি করতে পারেন অপূর্ব মাদকতা।
এই ৬৮ বছর বয়সেও তিনিই হয়ে উঠতে পারেন ভোগ-এর মতো ম্যাগাজিনের কভার গার্ল।
সূত্রের খবর, এই প্রথমবার 'ভোগ' ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন বলিউডের এভারগ্রিন ডিভা।
মনীশ মালহোত্রার ডিজাইনের সেজে 'ভোগ আরবিয়া'র জন্য ক্যামেরার সামনে পোজ দিয়েছেন রেখা।
কোনওটাতে ভিন্টেজ ব্রোকেড জ্যাকেট পরেছেন, কোনওটাতে আবার গোল্ডেন শাড়ি।
মাথায় মুকুট দিয়ে আবার যেন হয়ে উঠেছেন অনুরাগীদের প্রিয় 'উমরাও জান'।
হিন্দি সিনেমার দুনিয়ায় রেখা যেন প্রথাভাঙা সাহসের সেলিব্রেশন।
তাই তো, ‘উৎসব’ বা ‘উমরাও জান’-এর বহু বছর পরও তিনি যখন ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’তে অক্ষয় কুমারের নায়িকা, এতটুকুও বেমানান লাগেনি।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.