'মেট গালা' মানেই ফ্যাশন প্যারোডি। ভিন্ন পোশাকের বাহার। এবারের 'মেট গালা' রেড কার্পেটে চোখধাঁধিয়ে দিলেন রীতা ওরা।
হলিউডি গায়িকা তথা গীতিকার রীতার সাজপোশাক 'দুঃসাহসী'। ন্যুড বডিশুটের উপর পুঁথির তৈরি লম্বা ড্রেস পরনে গায়িকা দেখে ঝলসে গেল লাল গালিচা।
রীতা ওরা রসিকতা করে বলছেন, তিনি নাকি শুধুমাত্র একটি নেকলেসই পরেছেন! শুধু তাই নয়, এই পোশাক যে তাঁর বহু পুরনো। সেকথাও জানালেন তিনি।
গায়িকা সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, যে পুঁথিগুলো তাঁর পোশাক তৈরিতে ব্যবহৃত হয়েছে সেগুলো প্রথম কিংবা দ্বিতীয় শতকের।
এই নিয়ে দশবার মেট গালার লাল গালিচায় হাঁটলেন রীতা ওরা। ভাইরাল তাঁর পোশাকের ফাঁক থেকে বেরনো স্তন-নিতম্বের অর্ধেকাংশ।
রীতার কথায়, "আজ পর্যন্ত কেউ এত পুরনো পোশাক পরে মেট গালায় যোগ দেননি, হলফ করে বলতে পারি।"
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.