Advertisement
Advertisement
Alipore Zoo

শহরে হঠাৎ গরম, চিড়িয়াখানায় জলকেলিতে মত্ত রয়্যাল বেঙ্গল! দেখুন ছবি

প্রবল গরমে জল নিয়ে খেলতে কার না ভাল লাগে!

শীতকে বিদায় জানিয়ে বসন্তকে স্বাগত জানিয়েছে কলকাতা। বসন্তের আগমনের সঙ্গে সঙ্গেই বাড়ছে তাপমাত্রা। ছবি: অমিত ঘোষ।

গরম যে বাড়ছে সেটা ভালমতোই টের পাওয়া গেল আলিপুর চিড়িয়াখানায়। তাপমাত্রা বাড়তেই জলের খোঁজে চিড়িয়াখানার 'বাসিন্দা'রা। ছবি: অমিত ঘোষ।

বুধবার যেমন খোদ রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা গেল ভরদুপুরে জলকেলি করতে। কখনও তিনি ডুবলেন, কখনও ভাসলেন আবার কখনও সাঁতার কাটলেন। ছবি: অমিত ঘোষ।

হাওয়া অফিস বলছে কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই তিরিশের কোঠায়। এই প্রবল গরমে জলেই তো এক চিলতে স্বস্তি। দক্ষিণরায় মহাশয়ও তাই স্বস্তির খোঁজে জলেই নামলেন। ছবি: অমিত ঘোষ।

বসন্তের গোড়াতেই গরম। অকাল গ্রীষ্মে জলকেলি করে যে তিনি বেশ সন্তুষ্ট, সেটা বোঝা গেল হাবেভেবে। কখনও তাঁকে দেখা গেল হাত-পা ছুঁড়তে আবার কখনও দেখা গেল হুঙ্কার ছাড়তে। ছবি: অমিত ঘোষ।

হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেটা না হলে আগামী দিনে আরও বাড়বে তাপমাত্রা। তখন হয়তো বাঘের এই অকাল জলকেলির ছবি আরও দেখা যাবে। ছবি: অমিত ঘোষ।