Advertisement
Advertisement

Breaking News

Royal Challengers Bengaluru

আরসিবির প্রত্যাবর্তন! প্লে অফে উঠে আবেগের বিস্ফোরণ বিরাটদের, রইল ছবি

ছবিতে-ছবিতে ধরা রইল বিরাটদের হাসি-কান্নার মুহূর্ত।

এভাবেও ফিরে আসা যায়! টানা ছয় ম্যাচ হারের পর প্লে অফ থেকে কার্যত ছিটকে গিয়েছিল আরসিবি। সেখান থেকে টানা ছয় ম্যাচে জয়। শেষ ম্যাচে চেন্নাইকে হারিয়ে সেলিব্রেশনে মেতে উঠলেন বিরাটরা।

তিনি এখন আর আরসিবির অধিনায়ক নন। কিন্তু বিরাট কোহলিই এই দলের প্রাণভোমরা। শেষ চারে তোলার প্রধান কারিগর। ১৪ ম্যাচে ৭০৮ রান। অরেঞ্জ টুপির দৌড়ে প্রথম স্থানে আছেন কিং কোহলি।

শুধু ম্যাচ জিতলেই হত না। বেঙ্গালুরুর প্লে অফে ওঠার পিছনে ছিল অনেক অঙ্ক। প্রতিটা বলে বদলে যাচ্ছিল হিসেব। আর চেন্নাইয়ের একটা করে উইকেট পড়ার পর চেনা আগ্রাসী মেজাজে ধরা দিলেন কোহলি।

ক্রিকেট মাঠে বরাবরই আবেগপ্রবণ বিরাট। রুদ্ধশ্বাস লড়াইয়ে চেন্নাইকে হারিয়ে মাঠেই কেঁদে ফেললেন তিনি। বুঝিয়ে দিলেন, আইপিএলে ট্রফিখরা কাটাতে কতটা মরিয়া তিনি।

মাঠে ছিলেন অনুষ্কা শর্মাও। আরসিবির সুখে-দুঃখে থাকে বিরুষ্কা জুটি। ম্যাচ জেতার পর চোখে জল তাঁরও।

প্রত্যাবর্তনের আরেক নাম যশ দয়াল। গত বছর রিঙ্কু সিংয়ের কাছে পরপর পাঁচ বলে পাঁচ ছক্কা খেয়ে কেরিয়ারটাই শেষ হয়ে যেতে বসেছিল দয়ালের। এই ম্যাচে সামনে ছিলেন ধোনি-জাদেজা। লক্ষ্য ছিল ১৭ রান। কিন্তু শেষ ওভারে মাত্র ৭ রান দিয়ে নায়ক হলেন দয়াল।

কামব্যাকের পর সেলিব্রেশনে মাতল আরসিবি ড্রেসিংরুম। নাচে-গানে মেতে উঠলেন প্লেয়াররা। গভীর রাত পর্যন্ত বেঙ্গালুরু রাস্তাতেও চলল বাঁধনছাড়া উচ্ছ্বাস।

এটাই কি শেষবার আইপিএলে একসঙ্গে দেখা গেল 'মাহিরাট' জুটিকে? ধোনির অবসর নিয়ে চলছে অনেক জল্পনা। খোদ বিরাটেরও ধারণা 'এটাই হয়তো শেষবার...'

একদিকে আরসিবির জয়, অন্যদিকে চেন্নাইয়ের বিদায়। ম্যাচ শেষ করে আসতে পারেননি ধোনি। তার পরই থমথমে মুখে ধরা পড়ল মাহির ছবি। এটাই যদি তাঁর শেষ আইপিএল হয়, তাহলে শেষটা মধুর হল না ধোনির।