Advertisement
Advertisement

Breaking News

ভক্তদের সঙ্গে জন্মদিনের আগাম সেলিব্রেশনে শচীন, স্পেশ্যাল কেকে ফিরল শারজার স্মৃতি

ক্রিকেট ঈশ্বরকে সামনে পেয়ে আবেগপ্রবণ অনুরাগীরা। আপ্লুত মাস্টার ব্লাস্টারও।

সময় এগিয়েছে। বয়সের পাতা উলটেছে। তবে জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। তিনি তো শুধু তারকা নন। তিনি আবেগ, তিনি অনুপ্রেরণা। তিনি স্বপ্নের সওদাগর। সর্বোপরি তিনি ঈশ্বর। তাই তো পঞ্চাশে পা দিতে চলা শচীন তেণ্ডুলকরকে নিয়ে গ্র্যান্ড সেলিব্রেশনে মাতলেন তাঁর ভক্তরা।

২৪ এপ্রিল জন্মদিন মাস্টার ব্লাস্টারের। সেদিন পরিবারের সঙ্গে মুম্বইয়ের বাইরে থাকবেন। তাই শনিবারই অনুরাগীদের সঙ্গে আগাম সেলিব্রেশনে মেতে উঠলেন তিনি।

এদিন মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে ভক্তদের নিয়ে জন্মদিনের কেক কাটেন মাস্টার ব্লাস্টার। শচীনের জন্মদিন যখন, তখন কেকেও যে বিশেষত্ব থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

২৫ বছর আগে এই দিনটিতেই অর্থাৎ ২২ এপ্রিল ১৯৯৮ সালে শারজায় ১৪৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন শচীন। সেদিন টিভির পর্দায় চোখ রেখে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন তাঁর অগণিত অনুরাগী।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই 'ডেজার্ট স্টর্ম' ইনিংসের স্মৃতিই ফিরল শচীনের জন্মদিনের কেকের হাত ধরে। জীবনের হাফ সেঞ্চুরিতে ভক্তদের করতালি আর শচীন... শচীন... স্লোগানের মাঝে দাঁড়িয়ে হাসিমুখে সেই কেকই কাটলেন লিটল মাস্টার।

জন্মদিনের এই বিশেষ আয়োজনে জায়ান্ট স্ক্রিনে চলল সারজায় ভারত বনাম অস্ট্রেলিয়ার সেই ম্যাচও। ক্রিকেট ঈশ্বরকে সামনে পেয়ে আবেগপ্রবণ অনুরাগীরা। আপ্লুত শচীনও।

তবে শুধুই কেক কাটা নয়, মজার গেম থেকে শচীনের সঙ্গে সেলফি তোলা, সবই চলল দেদার। এমন খুশির মুহূর্ত তো জীবনে বারবার আসে না। তাই আনন্দে মাতোয়ারা ভক্তরাও।

অনুরাগীদের থেকে অসংখ্য উপহার, শুভেচ্ছা আর ভালবাসা পেয়ে আনন্দে ভাসলেন শচীনও। 'যুগ যুগ জিও' মাস্টার ব্লাস্টার। গোটা বিশ্ব এই প্রার্থনাই করছে আপনার জন্য।