Advertisement
Advertisement
Sachin Tendulkar

প্রিয় ওয়াংখেড়েতে বসল শচীনের মূর্তি, উন্মোচনে চাঁদের হাট, দেখে নিন অ্যালবাম

অনুষ্ঠানে হাজির ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।

ওয়াংখেড়েতে উদ্বোধন হল শচীন তেণ্ডুলকরের মূর্তি। উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে থেকে শুরু করে একঝাঁক রাজনীতিবিদের উপস্থিতিতে উদ্বোধন হল মাস্টার ব্লাস্টারের মূর্তি।

ভারতীয় কিংবদন্তির ব্যাটিং শট খেলার ভঙ্গিতে তৈরি হয়েছে এই মূর্তিটি। ২২ ফুট উচ্চতার মূর্তি বানিয়েছেন মহারাষ্ট্রেরই এক শিল্পী। শেন ওয়ার্নকে মারা একটি শটের অনুকরণে মূর্তি তৈরি হয়েছে।

শচীনের ৫০তম জন্মদিন উপলক্ষেই এই মূর্তিটি বসানো হয়েছে তাঁর প্রিয় ওয়াংখেড়েতে। বুধবার সেই স্টেডিয়ামে ভক্তদের পরিচিত 'শচীন, শচীন' ধ্বনির মধ্যেই মূর্তি উন্মোচন হয়।

মূর্তি উন্মোচন অনুষ্ঠানে স্ত্রী অঞ্জলি ও কন্যা সারাকে নিয়ে উপস্থিত ছিলেন মাস্টার ব্লাস্টার। এছাড়াও গ্যালারিতে হাজার ছিলেন বহু ভক্ত। শচীনের বিশেষ ভক্ত বলে পরিচিত সুধীর গৌতমও ছিলেন গ্যলারিতে।

মহাসমারোহে মূর্তির উন্মোচন অনুষ্ঠান আয়োজন করেছিল মহারাষ্ট্রের ক্রিকেট সংস্থা। এদিন ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন ক্রিকেট সংস্থার কর্তারাও।

এদিন ওয়াংখেড়েতে হাজির ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শরদ পওয়ার। বিসিসিআই সচিব জয় শাহও হাজির ছিলেন এদিনের অনুষ্ঠানে।