১৮ জুন, রবিবারই প্রেমিকা দৃশা আচার্যর গলায় বরমালা পরিয়ে অগ্নিকে সাক্ষী রেখে সারা জীবনের জন্য সাত পাকে বাঁধা পরেছেন বলিউডের দেওল পরিবারের নবীন প্রজন্মের বড় সন্তান করণ দেওল।
এদিন সন্ধেবেলাই ছিল করণ-দৃশার রিসেপশন। সানি দেওলের আমন্ত্রণে হাজির ছিল গোটা বলিউড। তারকাখচিত অনুষ্ঠানে নজর কাড়লেন আমির- সলমন থেকে রণবীর-দীপিকারা।
করণ-দৃশার রিসেপশনের আসরে হাজির ছিলেন বলিউডের প্রবীণ অভিনেতারাও। ধর্মেন্দ্রকে দেখেই জড়িয়ে ধরলেন শক্রঘ্ন, জ্যাকি শ্রফরা। উপস্থিত ছিলেন পুনম ধিলোঁ, জিতেন্দ্রও।
পাঞ্জাবি পরিবারের বিয়ে বলে কথা! দেদার খানা-পিনার সঙ্গে নাচগান মাস্ট! ডান্সফ্লোর মাতাতে দেখা গেল রণবীর-দীপিকাকে। গান গাইলেন সোনু নিগমও।
করণ-দৃশার রিসেপশনে খোশমেজাজে আড্ডা দিতে দেখা গেল আমির খান, সলমন খানকে। ইন্ডাস্ট্রির দুই খান অনুষ্ঠানে প্রবেশ করতেই অনুরাগীরা ঘিরে ধরলেন।
গৃহলক্ষ্মী দৃশাকে পরিবারে স্বাগত জানিয়ে শ্বশুর সানি দেওল স্বয়ং একটি আদুরে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, আজ একটা মিষ্টি মেয়ে পেলাম। আমার সন্তানদের প্রাণভরে আশীর্বাদ করছি। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।
দেওল পরিবারের বউমা যে আদ্যোপান্ত ফিল্মি পরিবারের মেয়ে, তা বলাই বাহুল্য। দৃশা আচার্য আসলে কিংবদন্তী বাঙালি পরিচালক বিমল রায়ের প্রপৌত্রী। মেয়ে রিঙ্কি ভট্টাচার্য, যাঁর বিয়ে হয়েছিল পরিচালক বাসু ভট্টাচার্যের সঙ্গে, তাঁদের নাতনি দৃশা।
নাচের মাঝেই দীপিকার গালে চুম্বন করলেন রণবীর। বর-কনের সঙ্গে আলাপচারিতার পর ছবিও তুললেন।
১৫ তারিখ থেকে শুরু হয়েছে করণের বিয়ের অনুষ্ঠান। প্রথমে হয়েছিল রোকা। তারপর মেহেন্দি। শনিবার হয় সংগীত। যেখানে ‘ইয়মলা পাগলা দিওয়ানা’ গানে নাচতে দেখা যায় ঠাকুরদা ধর্মেন্দ্রকে।
বিয়ে থেকে রিসেপশন পুরো অনুষ্ঠানের আয়োজনেই কড়া নজরদারি চালিয়েছেন সানি দেওল। যাতে ছেলের বিয়ের অনুষ্ঠানে কোনও খামতি থাকে না।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.