মায়ানগরীর প্রভাবশালী নেতা বাবা সিদ্দিকি। প্রতিবার রমজানে হাইপ্রোফাইল ইফতার পার্টির আয়োজন করেন তিনি।
শাহরুখ-সলমন থেকে বলিউডের ডাকসাইটে তারকাদের কে না হাজির থাকেন সেই পার্টিতে? এবারও তার অন্যথা হয়নি।
বাবা সিদ্দিকির তারকাখচিত ইফতার পার্টিতে দেখা গেল সলমন খানকে। তবে আইপিএলে ব্যস্ত শাহরুখ খানকে এবছর দেখা যায়নি।
এই বাবা সিদ্দিকির পার্টিতেই সলমন-শাহরুখের বহু বছরের মান-অভিমান মিটেছিল। তবে এবারের অনুষ্ঠানে মিসিং বলিউডের করণ-অর্জুন জুটি!
এবছর সিদ্দিকির ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন প্রীতি জিন্টা, হুমা কুরেশি, শিল্পা শেট্টি, ইমরান হাসমি, বিজয় বর্মারা।
সাদা-কালো চেক শেরওয়ানি পরে এলেন ভাইজান। পাঞ্জাব কিংসের জয়ের পর আইপিএল নিয়ে শত ব্যস্ততার মাঝেও এসেছিলেন প্রীতি জিন্টা।
আরা কারা এসেছিলেন বাবা সিদ্দিকির ইফতারে? সিদ্ধান্ত চতুর্বেদি, মুনাওয়ার ফারুকী, এমসি স্তান, আলি গনি, জসমিন বসিনরা।
অভিনয় জগৎ থেকে বিদায় নেওয়া সানা খানকে দেখা গেল আদ্যোপান্ত বোরখায় মুড়ে বাবা সিদ্দিকির ইফতারে।
স্বামী জায়েদ দরবারকে সঙ্গে নিয়ে এসেছিলেন গওহর খানও।
দেখা গেল, করণ সিং গ্রুভারকে। তবে স্ত্রী বিপাশা বসু আর মেয়ে মিষ্টি অনুপস্থিত।
ইন্ডাস্ট্রির লাইমলাইটে না থাকলেও বাবা সিদ্দিকির সঙ্গে বেশ সুসম্পর্ক জারিন খানের। অভিনেত্রীকেও দেখা গেল সেই ইফতার পার্টিতে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.