Advertisement
Advertisement
Bollywood at Iftar party

বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে শাহরুখ-সলমনদের সঙ্গে ঋতাভরী, আর কারা ছিলেন নিমন্ত্রিত? দেখুন

করোনার জেরেই গত দু'বছর এই পার্টি হয়নি।

বলিউডে বিখ্যাত বাবা সিদ্দিকির ইফতার পার্টি। করোনার জেরে দু'বছর বাদে এই পার্টির আয়োজন হল। বন্ধুর নিমন্ত্রণ রক্ষা করলেন শাহরুখ খান।

শাহরুখের পাশাপাশি সলমন খানেরও প্রিয় বাবা সিদ্দিকি। পার্টিতে হাসিমুখেই পৌঁছে যান ভাইজান। এই পার্টিতেই তাঁর ও শাহরুখের দূরত্ব ঘুচেছিল।

ক্যানসারমুক্ত সঞ্জয় দত্ত এখন পুরোদমে কাজে মন দিয়েছেন। তার ফাঁকেই যোগ দেন ইফতার পার্টিতে।

গোলাপি পোশাকে বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে হাজির হয়েছিলেন শিল্পা শেট্টি।

প্রেমিক জ্যাকি বাগনানির সঙ্গেই পার্টিতে আসেন রকুলপ্রীত সিং।

ব্যতিক্রমী অভিনয়ের জন্য খ্যাতি আহানা কুমরা ও সায়নী গুপ্তর। ইফতার পার্টিতে একে অন্যের সঙ্গে পোজ দেন দুই অভিনেত্রী।

পরনে সাদা পোশাক, চোখে কালো চশমা, এভাবেই বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে দেখা যায় মিকা সিংকে।

আরও অনেক তারকাই বিশেষ এই ইফতার পার্টির অঙ্গ হয়েছিলেন। শেহনাজ গিল, রেশমি দেশাই, হিনা খানও কাড়েন নজর।

মুম্বইয়ের এই হাই প্রোফাইল ইফতার পার্টির অতিথি ছিলেন বাংলার ঋতাভরী চক্রবর্তী। সায়নী এবং তামান্না ভাটিয়ার সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন তিনি।