শুক্রবার সন্ধে থেকেই জমজমাট জামনগর। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে বলে কথা! সেই প্রেক্ষিতেই তিন দিন ব্যাপী বিশ্বের অন্যতম বিগ বাজেট ‘জলসা’র আয়োজন হয়েছে।
সেখানেই সপরিবারে উপস্থিত সইফ আলি খান। করিনা কাপুর তো বটেই এমনকী দুই বড় সন্তান ইব্রাহিম, সারাও গিয়েছেন।
সৎ মা করিনা হোক বা সারা আলি খান, দুই ফ্যাশনিস্তাকে দেখে নেটপাড়ায় শোরগোল। একসঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেছেন সইফ-করিনা, সারা-ইব্রাহিম।
তবে নজর কাড়ল অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সারার মুক্তোর পোশাক।
সাদা মুক্তোর ব্লাউজ আর মুক্তোখচিত লেহেঙ্গা পরেই আম্বানিদের রেড কার্পেটে বাজিমাত করলেন সারা আলি খান।
আবার অনন্যা পাণ্ডে, খুশি কাপুর, জাহ্নবী কাপুরদের সঙ্গে বোলে চুড়িয়ে গানে নাচতেও দেখা গেল বলিপাড়ার নবাবকন্যাকে। (ছবি: ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.