একদিকে বিশ্বকাপ ফাইনাল, অন্যদিকে শচীনকন্যা সারার সঙ্গে শুভমান গিলের সম্পর্কের জল্পনা তুঙ্গে। এই জল্পনা যদি সত্যি হয় তাহলে কিন্তু সারার এই একশো কোটির বাড়িতেই জামাই হয়ে যাবেন তরুণ ক্রিকেটার।
হ্যাঁ, 'গাছে কাঁঠাল গোঁফে তেল' দিয়ে লাভ নেই, তার চেয়ে বরং শচীনদের এই সুন্দর বাড়িই দেখে নেওয়া যাক।
২০১১ সাল থেকে বান্দ্রার এই বিলাসবহুল বাড়িতে সারা-অর্জুনকে নিয়ে থাকতে শুরু করেন শচীন-অঞ্জলি।
শোনা গিয়েছে, প্রায় ৬ হাজার বর্গফুট এলাকা জুড়ে তৈরি বাড়ি ও বাগান। দাম প্রায় ১০০ কোটি টাকা।
ঈশ্বরে অগাধ বিশ্বাস শচীনের। আর ক্রিকেট তাঁর কাছে পূজার মতো। তাই তো মাস্টার ব্লাস্টারের ঠাকুরঘরে রয়েছে ব্যাট।
এই বাড়িটাই যেন সারার নিশ্চিন্তের আশ্রয়। শচীনেরও তাই। মাঝেমধ্যে বাবার সঙ্গে শরীরচর্চাও করেন অর্জুন-সারা।
এই বাড়িতেই সারার প্রত্যেকটা জন্মদিন কাটে। শুভমানের আগমন ইতিমধ্যেই এখানে হয়েছে কি না, তা অবশ্য জানা নেই।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.