Advertisement
Advertisement

Breaking News

Saraswati Puja

চন্দননগরের মতোই ধুমধাম করে হয় সরস্বতীর বিসর্জন, গিয়েছেন নদিয়ার এই গ্রামে?

উৎসবে শামিল হলে মন ভাল হয়ে যাবেই।

প্রতি বছর আলোর রোশনাইয়ে ঝলমলে হয়ে ওঠে নদিয়ার মুড়াগাছা গ্রামটি। কৃষ্ণনগর থেকে দু'টো স্টেশন পরই এই অচেনা গ্রাম অন্য রূপে সেজে ওঠে।

বাগদেবীর আরাধনা এখানে অন্য মাত্রা পায়। ধুমধাম করে হয় সরস্বতীর বন্দনা।

১৫ থেকে ২০ ফুট উচ্চতার মা সরস্বতীকে সাজিয়ে তোলেন স্থানীয় মৃৎশিল্পীরাই। একইসঙ্গে বিভিন্ন মণ্ডপে জমে ভিড়।

কোথাও ডাকের সাজ তো কোথাও মা সেজে ওঠেন বেনারসীতে। বীণাপানির পুজো এখানে চলে চারদিন ধরে।

কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জনের কথা তো সকলেরই জানা। কিন্তু এই অচেনা গ্রামের জমকালো ঘট বিসর্জনের কথা অনেকেরই অজানা। এই সময়ই মায়ের ডাকে গ্রামে ফেরেন বিদেশের বাসিন্দারাও।

প্রগতিচক্র, সাধনপাড়া, রাসতলা পাড়ার মতো বেশ কিছু ক্লাবে ধুমধাম করে পুজোর পর চতুর্থদিন দিন বেরোয় ঘট বিসর্জনের ট্যাবলো। আর রাতে হয় আড়ং।

আড়ং, অর্থাৎ দেবীর বিসর্জনের আগের শোভাযাত্রা। প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হয় সেরা সমস্ত পুজো ও প্রতিমা।

এই বছর মিস করে থাকলে একবার ঘুরে আসতেই পারেন নদিয়ার এই গ্রামে। বিশ্বাস করুন, মন ভাল হয়ে যাবেই।