Advertisement
Advertisement

Breaking News

SSC

ধরনাই ফেরাল ভালবাসা! ‘প্রেমিকে’র সঙ্গে আইনি বিবাহ সারলেন আদালতের নির্দেশে বরখাস্ত শিক্ষিকা

আইনি বিবাহের পর ধরনা তুলে নিয়েছেন তরুণী।

হাই কোর্টের নির্দেশে কোচবিহারে বাসিন্দা স্কুল শিক্ষিকা বরখাস্ত হতেই দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন প্রেমিক। অগত্যা ভালবাসা ফিরে পেতে ধরনার পথই বেছেছিলেন প্রেমিকা।

সেই ধরনার ফল মিলল। তৃণমূল নেতৃত্বের মধ্যস্থতায় তরুণীকে বিয়ে করতে রাজি হলেন পেশায় নিশিগঞ্জের একটি স্কুলের শিক্ষক প্রেমিক।

বৃহস্পতিবার আইনি বিবাহের প্রথম সই করলেন যুগল। সম্ভবর আগামী ১০ জুলাই সামাজিক বিয়ে ওই যুগলের।

এদিন আইনি বিবাহের পাশাপাশি আয়োজন করা হয়েছিল আশীর্বাদের। খাওয়া দাওয়াও করলেন দুই পরিবারের সদস্যরা। কয়েকদিনের চাপা অশান্তির পর অবশেষে আনন্দের মুহূর্ত কাটালেন সকলে।

যদিও প্রেমের বিষয়টি মানতে নারাজ যুবক। তিনি বিয়েতে রাজি হলেও জানিয়েছেন, তরুণীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ের কথা হয়েছিল। মাস খানেক মাত্র কথা হয়েছে তাঁদের মধ্যে। প্রেমের সম্পর্ক ছিল না।