কী ছিলেন, আর কী হলেন! একথা আদনান সামির ক্ষেত্রে বলাই যায়। বিশেষ করে তাঁর সাম্প্রতিক মালদ্বীপে ছুটি কাটানোর ছবিগুলি দেখলে।
শোনা যায়, ২৩০ কেজি ওজন ছিল আদনান সামির। এখন সংগীতশিল্পীর ওজন প্রায় ৭৫ কেজি। আদনানের এই শারীরিক পরিবর্তন দেখে অবাক নেটিজেনরা।
শোনা যায়, হাঁটুর অস্ত্রোপচারের পর থেকেই শরীরের ওজন নিয়ে সতর্ক হন আদনান। তখন থেকেই ওজন কমানোর প্রক্রিয়া শুরু করেন।
কিন্তু এত ওজন কীভাবে কমালেন? সূত্রের খবর, ডাক্তারের পরামর্শ মেনে প্রথমে কড়া ডায়েট মেনে চলেন আদনান। তাতেই নাকি ৪০ কেজি ওজন কমে।
ওজন কিছুটা কমার পরই নাকি শরীরচর্চা শুরু করেছিলেন আদনান। ফল পেয়েছেন হাতেনাতে।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.