বিয়ে করলেন হংসিকা মোটওয়ানি। মুম্বইয়ের ব্যবসায়ী সোহেল কাঠুরিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি।
রাজস্থানের দুর্গে সেজেছিল বিয়ের আসর। সেখানেই হয় গায়ে হলুদ ও মেহেন্দির অনুষ্ঠান।
লাল লেহেঙ্গায় সেজেছিলেন হংসিকা। তাতে ছিল সোনালি এমব্রয়ডারি। সোহেলের পরনে ছিল ক্রিম-হোয়াইট শেরওয়ানি।
শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন হংসিকা। এখন দাক্ষিণাত্যের জনপ্রিয় নায়িকা তিনি।
আইফেল টাওয়ারের সামনে হংসিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সোহেল কাঠুরিয়া। হাতে পরিয়ে দিয়েছিলেন আংটি।
নবদম্পতির শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। দু'জনের সুখী দাম্পত্যের কামনা করেছেন প্রত্যেকে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.