বিয়ের আগেই গায়ে হলুদের ভিডিও শেয়ার করার সঙ্গে নবনীতার প্রতি স্বামী হিসেবে তাঁর দায়িত্ব নিয়ে বার্তা দিয়েছিলেন জিতু।
সকাল সকাল বৃদ্ধির নিয়মকানুন সেরে ফেলেন নবনীতা।
‘অর্ধাঙ্গিনী’র সেটে আলাপ হয় জিতু এবং নবনীতার। এই শুটিং শেষ হওয়ার পরই তাঁদের আলাপ আরও গাঢ় হয়৷
বর্তমানে ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের কাজে ব্যস্ত নবনীতা। সেখানে মা তারার ভূমিকায় রয়েছেন তিনি। জিতুও রয়েছেন এই ধারাবাহিকে।
এর আগেও বেশ কয়েকবার প্রেমে পড়েছেন জিতু৷ তবে এক্কেবারে মাটির মানুষ নবনীতাকে ভাল না বেসে কি বেশিদিন থাকা যায়?- সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই একথা জানিয়েছিলেন অভিনেতা জিতু কমল৷
মঙ্গলবার রীতি মেনে সকালে নয়, বিকেলে শ্বশুরবাড়িতে পা রাখলেন নবনীতা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.