Advertisement
Advertisement

Breaking News

Hazra Balak Sangha

সত্তরতম বছরে হাজরা বালক সংঘের পুজো, এবারের থিম ‘মানব কস্তুরী’, দেখুন অ্যালবাম

বাঁশ, মুখোশ ব্যবহার করে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ।

"৭০-এ এসে মানব কস্তুরী শিল্পের বেশে"- এই হচ্ছে হাজরা বালক সংঘের এবারের থিম।

সত্তর বছরের এই পুজোয় গ্রামবাংলার হারিয়ে যাওয়া শিল্পকে প্রাধান্য দেওয়া হয়েছে।

বাঁশ, মুখোশ ব্যবহার করে মণ্ডপ সাজিয়ে তুলেছেন শিল্পী অরূপ মণ্ডল।

থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই গড়ে তোলা হয়েছে দেবী দুর্গার প্রতিমা। শিল্পী প্রসেনজিৎ মাজি।

ত্রিধারা সম্মিলনীর পাশেই রয়েছে হাজরা বালক সংঘের এই মণ্ডল। চাইলে 'মানব কস্তুরী' দেখে নিতে পারেন।