Advertisement
Advertisement

Breaking News

Modi's Forest Safari

অরণ্য অভিযানে প্রধানমন্ত্রী, অস্কারজয়ী তথ্যচিত্রের তারকা ‘রঘু’র সঙ্গেও হল দেখা, দেখুন ছবি

খাকি প্যান্ট, জলপাই রঙের টি-শার্টের উপরে জ্যাকেট পরেই এদিন জঙ্গল সাফারিতে যান মোদি।

বাঘের বাসায় প্রধানমন্ত্রী। রবিবাসরীয় সকাল কর্ণাটকের বন্দিপুর ব্যাঘ্রপ্রকল্প পরিদর্শন করে কাটালেন নরেন্দ্র মোদি।

খাকি প্যান্ট, জলপাই রঙের টি-শার্টের উপরে জ্যাকেট পরেই এদিন জঙ্গল সাফারিতে যান প্রধানমন্ত্রী।

অরণ্যপথে ২০ কিমি ‘সাফারি’র পরই তিনি প্রকাশ করেন সারা দেশে বাঘের বর্তমান সংখ্যা সংক্রান্ত পরিসংখ্যান।

প্রধানমন্ত্রী জানান, এই মুহূর্তে দেশে বাঘের সংখ্যা ৩ হাজার ১৬৭। গত ৪ বছরে দেশে বাঘের সংখ্যা বেড়েছে ২০০।

মাদুমালাই টাইগার রিজার্ভেও যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিমি বোম্মন, বেল্লি ও তাঁদের সন্তানসম হাতি রঘুর সঙ্গে দেখা করেন।

বোম্মন, বেল্লি, ও রঘুর জীবন নিয়েই তৈরি অস্কারজয়ী তথ্যচিত্র 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'।