Advertisement
Advertisement

Breaking News

Shilo Shiv Suleman

খোলা স্তনে পদ্মের মালা! তাক লাগালেন শিল্পী শিলো শিব সুলেমান

শিল্পীর কাছে তাঁর শরীরই যেন ক্যানভাস।

শরীরে সুতো পর্যন্ত নেই। উন্মুক্ত স্তনযুগল ঢাকা পদ্মের মালায়। এমন ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেই তাক লাগালেন শিল্পী শিলো শিব সুলেমান।

১১ ও ১২ মার্চ ছিল ফুলেরা দুজ। এদিন ফুলের হোলি খেলার ঐতিহ্য পালিত হয়। সেই কারণেই শিলোর এই ছবি। শিল্পীর কাছে তাঁর শরীরই যেন ক্যানভাস।

বেঙ্গালুরুতে জন্ম শিলোর। সেখানেই বড় হওয়া। শিলোর মা নিলোফার সুলেমান একজন খ্যাতনামা চিত্রশিল্পী। মাকে দেখেই শিলোর আঁকা শুরু।

সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে যেন নতুনভাবে আবিষ্কার করেছেন শিলো। শরীরের ক্যানভাসে বারবার প্রেম ও মিলনের গল্প ফুটিয়ে তুলেছেন তিনি।

প্রভাস ও শ্রদ্ধা কাপুরের 'সাহো' ছবির মুক্তির সময় শিলোর নাম খবরের শিরোনামে এসেছিল। বিনা অনুমতিতে ছবির পোস্টারে তাঁর চিত্র ব্যবহার করার অভিযোগ জানিয়েছিলেন শিল্পী। ছবি: ইনস্টাগ্রাম।