শুক্রবার থেকেই শুরু হয়েছে দেব-যিশুর 'খাদান' ছবির শুটিং। আর এই ছবিতে বর্খা সেনগুপ্ত, ইধিকা পালদের পাশাপাশি রয়েছেন স্নেহা বসু।
'ওগো নিরুপমা' ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন স্নেহা। বড়পর্দায় তাঁর সফর শুরু দেবের 'প্রধান' সিনেমার মাধ্যমে।
জাতীয় স্তরের বিজ্ঞাপনেও কাজ করেছেন স্নেহা। এবার দেবের প্রযোজনায় যিশু সেনগুপ্তর মতো তারকার বিপরীতে দেখা যাবে তাঁকে।
টলিপাড়ার সূত্র বলছে, কয়লাখনি এলাকার প্রেক্ষাপটে সাজানো হয়েছে 'খাদান' ছবির গল্প। তাতে খনি শ্রমিক হিসেবে স্নেহাকে দেখা যাবে।
এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে স্নেহা জানান, দেবের মতো প্রযোজক ও যিশু সেনগুপ্তর মতো অভিনেতার সঙ্গে কাজ করতে পারা তাঁর কাছে সৌভাগ্যের।
সিনেমায় নাকি একেবারে ভিন্ন লুকে স্নেহাকে দেখা যাবে। তবে সোশাল মিডিয়ায় অভিনেত্রী যেন 'হটনেস ওভারলোড'। শরীর জুড়ে উষ্ণতার খেলা। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.