ওপার বাংলায় তাঁর 'আশিকি' চরমে, আবার এপার বাংলায় 'বিবাহ অভিযান' নিয়ে তুমুল হইচই। দুই বাংলায় চুটিয়ে অভিনয় করে চলেছেন নুসরত ফারিয়া। নিজের আগুনে রূপে কাঁপিয়ে দিচ্ছেন সোশাল মিডিয়া।
কালো বিকিনিতে 'সান কিসড' ছবি পোস্ট করেছেন নুসরত। তাতেই মুগ্ধ অনুরাগীরা। অনেকেই আগুনের ইমোজি দিয়েছেন অভিনেত্রীর এই ছবিতে।
বাংলাদেশের এই অভিনেত্রীর যেমন রূপ, তেমনই গুণ। বেশ ভালো তর্ক করতে পারেন তিনি। ডিবেটার হিসেবেই কেরিয়ার শুরু করেছিলেন নুসরত। বাংলাদেশের জাতীয় স্তরের ডিবেট চ্যাম্পিয়নদের একজন তিনি।
গ্ল্যামার দুনিয়ার নুসরতের পথ চলা শুরু মডেলিংয়ের মাধ্যমে। একাধিক টেলিভিশন কমার্শিয়াল ও খবরের কাগজের বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে।
টলিউড তারকা অঙ্কুশের সঙ্গে সিনেমা জগতে নুসরতের কেরিয়ার শুরু। ২০১৫ সালে মুক্তি পাওয়া 'আশিকি' সিনেমার নায়িকা ছিলেন তিনি।
বাংলাদেশি বিউটির ঝুলিতে যেমন ওপার বাংলার 'শাহেনশা', 'অপারেশন সুন্দরবন'-এর মতো সিনেমা আছে, তেমনই রয়েছে এপার বাংলার 'বস', 'আবার বিবাহ অভিযান'-এর মতো ছবি।
মুজিবর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরত। আগামীতে তাঁকে দেখা যাবে রাজা চন্দ পরিচালিত 'ওয়েডিং বেলস'-এ। আইন নিয়ে পড়াশোনা বাংলাদেশি অভিনেত্রীর। ২০২১ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.