Advertisement
Advertisement
Taha Shah Badussha

সুঠাম শরীরে তুমুল আবেদন, রাতারাতি মহিলা মহলের হার্টথ্রব ‘হীরামাণ্ডি’র এই অভিনেতা

'হীরামাণ্ডি'র অডিশনে প্রথমে বেশ হতাশ হতে হয়েছিল এই অভিনেতাকে। কেন জানেন?

২০১১ সাল থেকে বলিউডে রয়েছেন। সিনেমা থেকে ওয়েব সিরিজ, সবতেই অভিনয় করেছেন। তবে সঞ্জয় লীলা বনশালির 'হীরামাণ্ডি' তাহা শাহ বদুশার ভাগ্য চাকা ঘুরিয়ে দিল।

সিরিজে নবাবপুত্তুর তাজদারের চরিত্রে অভিনয় করেছেন তাহা। এই চরিত্রই তাঁকে রাতারাতি মহিলা মহলের হার্টথ্রব করে তুলেছে। সুঠাম চেহারার তুমুল আবেদনের পাশাপাশি তাহার মায়াবি চাহনিও অনুরাগীদের মুগ্ধ করে দেয়।

আবু ধাবিতে জন্ম তাহার। বাবা ডাক্তার, মা সফল ব্যবসায়ী আবার ভাই সিভিল ইঞ্জিনিয়ার। কিন্তু তাহার চোখে বরাবর ছিল অভিনয়ের স্বপ্ন।

বড় ব্যানারেই তাহার বলিউড সফর শুরু হয়েছিল। যশরাজ মুভিজের 'লাভ কা দি এন্ড' সিনেমা শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। কিন্তু সে ছবি সাফল্য পায়নি।

এর পর 'বার বার দেখো', 'রাঁচি ডায়েরিজ'-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন তাহা। ২০২২ সালে 'তাজ: ডিভাইডেড বাই ব্লাড' সিরিজে মুরাদের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার পর বনশালির 'হীরামাণ্ডি'তে বিগ ব্রেক।

'হীরামাণ্ডি'র অডিশন দিতে গিয়ে প্রথমে চূড়ান্ত হতাশ হয়েছিলেন তাহা। যে চরিত্রের জন্য তিনি অডিশন দিয়েছিলেন তা পাননি। তার পরই চমক। বনশালি তাঁকে আলমজেবের প্রেমিক তাজদারের চরিত্র দেন। আর এতেই তাহার ভাগ্য ফেরে। ছবি: ইনস্টাগ্রাম।