'বাংলা মিডিয়াম'-এ সুহানা এখন মিষ্টি বউ, তবে সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণা লাহিড়ী বিন্দাস।
কখনও স্যুইমিং পুলে, কখনও আবার সমুদ্রের নোনা জলে লাস্যময়ী মেজাজে ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী।
থাইল্যান্ড গিয়েছিল টিম ‘বাংলা মিডিয়াম’। সেখানেও ফ্লোরাল বিকিনিতে এভাবে সম্পূর্ণাকে রোদ পোহাতে দেখা যায়।
বড়পর্দায় অভিনয় শুরু করেন সম্পূর্ণা। তবে এখন তিনি ছোটপর্দার সম্পদ।
‘বাংলা মিডিয়াম’-এর আগে ‘নজর’ ধারাবাহিকে ডাইনির ভূমিকায় অভিনয় করেছেন সম্পূর্ণা। এখন সুহানা হিসেবে দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছেন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.