২০০৭ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের 'চাক দে! ইন্ডিয়া'। তার পর অনেকটা সময় কেটে গিয়েছে। নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন বিদ্যা মালভাদে। অভিনেত্রীর পারফেক্ট বডি দেখে মুগ্ধ নেটিজেনরা।
'চাক দে! ইন্ডিয়া' সিনেমায় বিদ্যার চরিত্রের নাম বিদ্যাই ছিল। মেয়েদের হকি টিমের গোলকিপার তথা ক্যাপ্টেনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
এখন বিদ্যার বয়স একান্ন। আর এই বয়সে নিজেকে যেন নতুন করে আবিষ্কার করেছেন অভিনেত্রী। কড়া শরীরচর্চা ও যোগাভ্যাসের মাধ্যমেই গড়ে তুলেছেন এই মেদহীন শরীর।
বিমানসেবিকা হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন বিদ্যা। কিন্তু তাঁর ভাগ্যে ছিল গ্ল্যামার জগৎ। অ্যাডগুরু প্রহ্লাদ কক্করের নজরে পড়ে যান অভিনেত্রী।
২০০৩ সালে বিক্রম ভাট পরিচালিত 'ইনতেহা'র মাধ্যমে সিনেমার জগতে বিদ্যার সফর শুরু হয়। তবে সে ছবি বক্স অফিসে ব্যর্থ হয়।
প্রথম ছবির ব্যর্থতার পর বিদ্যা 'মাশুকা' ও 'ইউ, বোমস অ্যান্ড মি' নামের সিনেমায় অভিনয় করেছিলেন। কিন্তু বিশেষ লাভ হয়নি। 'চাক দে! ইন্ডিয়া'র মাধ্যমেই প্রথমবার সাফল্যের মুখ দেখেন তিনি।
এর পর 'কিডন্যাপ', 'দশ তোলা', ১৯২০: ইভিল রিটার্নস সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা। গত বছরের 'স্টারফিশ' সিনেমায় অভিনেত্রীকে দেখা যায় সুকন্যার চরিত্রে। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.