কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু গ্ল্যামার জগতের হাতছানি এড়াতে পারেননি। নয়ের দশকের ইন্ডি পপ যুগের হার্টথ্রব ছিলেন শেফালি জারিওয়ালা।
২০০২ সালে 'কাঁটা লাগা' গানের রিমিক্স ভার্সানে নেচে সাড়া ফেলে দিয়েছিলেন শেফালি। এর পরই পান 'কাঁটা লাগা গার্ল' ও 'থং গার্ল'-এর তকমা।
এর দুবছর পর ২০০৪ সালে শেফালিকে দেখা যায় সলমন খান, অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত 'মুঝসে শাদি করোগি' সিনেমায়। ছবিতে বিজলির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
২০০৪ সালেই বলিউডের মিউজিক্যাল ডুয়ো মীত ব্রাদার্স জুটির হরমীত সিংকে বিয়ে করেন শেফালি। ২০০৯ সালে দুজনের বিচ্ছেদ হয়।
২০১৫ সালে হিন্দি টেলিভিশন অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেন শেফালি। তাঁর সঙ্গেই দুষ্টু-মিষ্টি ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায়।
রিয়ালিটি শো 'নাচ বলিয়ে'তে পরাগের সঙ্গেই গিয়েছিলেন শেফালি। 'বিগ বস' শোয়ের তেরোতম মরশুমের প্রতিযোগীও ছিলেন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.