রেট্রো গানে সিদ্ধহস্ত সনম পুরী। যেমনি সুন্দর দেখতে, তেমনি সুন্দর গলা। তাতেই বুঁদ নেটিজেনরা। সঙ্গীতের জগতের এই 'এলিজেবল' ব্যাচেলর বিয়ে করলেন জুচোবেনি টুংগোকে।
শরীরী মাদকতায় নায়িকাদেরও টক্কর দিতে পারেন জুচোবেনি। নাগাল্যান্ডের বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য গিয়েছিলেন। কিন্তু পরে মুম্বইয়ে মাস মিডিয়া নিয়ে ডিগ্রি অর্জন করেন।
ফেমিনা মিস নাগাল্যান্ড হয়েছিলেন জুচোবেনি। পরে একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মিস ডিভা প্রতিযোগিতাতেও অনেকদূর গিয়েছিলেন তিনি।
মডেলিংয়ের পাশাপাশি গানও চালিয়ে গিয়েছেন জুচোবেনি। ইউটিউব চ্যানেলও রয়েছে তাঁর। সেখানে নানা ভিডিও আপলোড করেন। সোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় জুচোবেনি।
সনমের সঙ্গে বহুদিনের সম্পর্ক জুচোবেনির। এতদিনে তা পরিণতি পেল। পঞ্জাবি ঐতিহ্য এবং নাগা সংস্কৃতির মিশ্রণে বিয়ের যাবতীয় আচার হয়েছে বলে খবর। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.