গগনচুম্বী সাফল্যের জন্য শুক্রবার মুম্বইয়ের যশ রাজ স্টুডিওতে আয়োজিত পার্টিতে নতুন লুকে বাজিমাত করলেন কিং খান। বাদশার হেয়ারস্টাইল, পোশাকের উর্ধ্বে গিয়েও নজর কাড়ল তাঁর ‘ক্যারিশ্মেটিক নেচার’।
মঞ্চে যখন শাহরুখের হাতে মাইক, তখন দর্শকাসনে বসে থাকা সকলে মন্ত্রমুগ্ধের মতো ‘হা’ করে তাকিয়ে রয়েছেন শাহরুখের দিকে। পরনে সাদা শিফন শাড়িতে গ্ল্যামারাস দীপিকা পাড়ুকোনও নজর কাড়লেন।
এদিনের অনুষ্ঠানে হাজির ‘জওয়ান’-এর গোটা টিম। ‘সাফল্যের ওয়াইনে’ চুমুক দিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতলেন সকলে। তবে আসেননি নয়নতারা।
মঞ্চে যখন শাহরুখ অ্যাটলির সন্তানের কথা বলছেন, তখন পরিচালেকর মুখে আর হাসি যেন ধরছে না! কিং খান বললেন, "৪ বছর ধরে 'জওয়ান'-এর দক্ষিণী কলাকুশলীরা মুম্বইতে ছিলেন শুটের জন্য।"
'জওয়ান'-এর সাকসেস পার্টিতে ‘লাকিচার্ম’ দীপিকার সঙ্গে একান্ত মুহূর্ত কাটাতে দেখা গেল কিং খানকে। সাফল্যের উদযাপন দেখে দুই তারকাই মশগুল নিজেদের আড্ডায়।
দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) নিয়ে সোজা চলে গেলেন মঞ্চে। ‘জওয়ান’-এর ‘ছলেয়া’ (Chaleya) গানে দুই তারকার সুপারহিট পারফরম্যান্সের সাক্ষী রইলেন সকলে।
অনুষ্ঠানে নজর কাড়ল 'চিফ' বিক্রম রাঠোর ওরফে শাহরুখের 'জওয়ান' প্রমিলা বাহিনীও। সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, সুনীল গ্রোভার সকলেই হাজির।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.