ফুটবল বিশ্বকাপে মাতোয়ারা তারকারাও। এমন সুযোগ নাকি হাতছাড়া করতে চান না শাহরুখ খান। শোনা গিয়েছে, ফাইনাল ম্যাচের প্রি-ম্যাচ কভারেজে নিজের কামব্যাক ছবি 'পাঠান'-এর প্রচার করবেন তিনি।
মঙ্গলবার প্রথম সেমিফাইনালে জিতে ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। মেসিদের জয়ের সাক্ষী ছিলেন করিশ্মা কাপুর।
সঞ্জয় কাপুরের ছেলে জাহান ও মেয়ে শানায়ার সঙ্গে ম্যাচ দেখতে গিয়েছিলেন অনন্যা পাণ্ডেও। তবে মেসি নয় ইংল্যান্ডের ফুটবল তারকা ডেভিড বেকহ্যামকে দেখে বেশি উচ্ছ্বসিত ছিলেন তিনি।
শুধু বলিউড তারকারাই নয়, ফুটবলের টানে কাতারে পৌঁছে গিয়েছিলেন টলিউডের সংগীত পরিচালক জয় সরকারও। লুসেইল স্টেডিয়ামের সেমিফাইনাল ম্যাচের সাক্ষী ছিলেন তিনিও।
স্টেডিয়ামে জয় সরকারের পিছনেই বসেছিলেন বাংলার 'দিদি নম্বর ১' রচনা বন্দ্যোপাধ্যায়। মেসিদের জয়ে তিনিও উচ্ছ্বসিত।
ফুটবলের মহাযজ্ঞ দেখতে বেশ কিছুদিন আগেই কাতারে পৌঁছে গিয়েছিলেন রচনা। সঙ্গী ছেলে রৌণক।
কাতারের স্টেডিয়ামে তেরঙ্গা ধরে ক্যামেরার সামনে পোজ দেন অনুপম রায়ও। বন্ধুদের সঙ্গেই ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি।
ফিফা ফ্যানেদের জন্য আয়োজিত ইভেন্টে বেজেছে তাঁর 'কমলা সুন্দরী নাচে' গান। সেই ভিডিও শেয়ার করেছে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অঙ্কিতা ভট্টাচার্য।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.