Advertisement
Advertisement
SRK Family Album

মেজাজটাই আসল! নেটিজেনদের নজরে ‘পাঠান’ শাহরুখ ও তাঁর খানদানের এই ছবিগুলি

ছবি দেখে মুগ্ধ শাহরুখ-অনুরাগীরা।

মেজাজটাই তো আসল। বিশেষ করে বলিউডের ‘পাঠান’ শাহরুখ খান ও তাঁর খানদানের ক্ষেত্রে।

পেঙ্গুইন ইন্ডিয়ার কফি টেবিল বুকের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। তাতেই উত্তাল নেটদুনিয়া।

এই ৫৭ বছর বয়সেও শাহরুখের থেকে চোখ ফেরানো দায়। গৌরী, আরিয়ান, সুহানা, আব্রামই বা কম কীসে!

মাদক যোগের স্মৃতি অতীত ছেলে আরিয়ানের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন শাহরুখ।

বড় ছেলের পাশে দাঁড়িয়ে আর বেশ স্টাইলিশ লুকে ক্যামেরার সামনে গৌরীও দিয়েছেন পোজ।

শাহরুখ-গৌরীর একমাত্র মেয়ে সুহানা। বাবার সঙ্গে পিঠ ঠেকিয়ে তুলেছেন তিনি। যেন তাতেই নির্ভরতা।