জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিজ' সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে প্রায় গোটা বলিউড।
অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতার ছেলে অগস্ত্য। তাঁর পাশে হাজির গোটা বচ্চন পরিবার।
মেয়ে সুহানার জন্য পরিবার সমেত হাজির শাহরুখ খান। রেড গাউনে দেখা যায় সুহানাকে। আব্রাম, আরিয়ানের পরনে ছিল কালোর প্রাধান্য।
স্পেশাল এই স্ক্রিনিংয়ে এসেছিলেন কাজলও। শাহরুখ-কাজল জুটির এই মিষ্টি মুহূর্ত অনুরাগীদের কাছে বাড়তি পাওনা।
বোন খুশির প্রথম ছবি দেখতে আসেন জাহ্নবী কাপুর। প্রথম ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে মা শ্রীদেবীর গাউন পরেছিলেন খুশি।
মা নীতু কাপুরকে নিয়ে বিশেষ এই স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন বলিউডের 'অ্যানিম্যাল' রণবীর কাপুর।
'লর্ড' ববি দেওলও এদিন ছিলেন মেজাজে। স্ত্রী তানিয়াকে নিয়ে এসেছিলেন স্ক্রিনিংয়ে।
প্রেমিকা সাবা আজাদের হাত ধরে স্পেশাল স্ক্রিনিংয়ে আসেন বলিউডের 'ফাইটার' হৃতিক রোশন।
সাদা জ্যাকেট ও কালো টাই পরে হাজির হয়েছিলেন রণবীর সিং।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.