বাবা বিল্ডার, মা আর্কিটেক্ট। এদিকে মেয়ে বলিউডের বোল্ড অভিনেত্রী। সিনেমা হিট হোক না হোক সোশাল মিডিয়ায় কাঁপাচ্ছেন শর্বরী ওয়াঘ।
অভিনেত্রী হিসেবে বলিউড যাত্রা শুরু করার আগে 'বাজিরাও মস্তানি', 'সনু কে টিটু কি সুইটি' সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শর্বরী।
যশরাজ ফিল্মসের ব্যানারেই নায়িকা হিসেবে সফর শুরু করেন মহারাষ্ট্রের এই কন্যা। 'বান্টি অউর বাবলি ২' সিনেমায় রানি-সইফের সঙ্গে পাল্লা দিয়ে করেন অভিনয়।
প্রথম ছবির সৌজন্যেই ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন শর্বরী। সেরা নবাগতা অভিনেত্রী হয়েছিলেন তিনি। তবে এর পর আর সেভাবে তাঁকে কোনও সিনেমায় দেখা যায়নি।
চলতি বছর অবশ্য শর্বরীর হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে। সুপার ন্যাচরাল কমেডি 'মুনজ্যা'র নায়িকা তিনি। আবার আমিরপুত্র জুনেইদের প্রথম ছবি 'মহারাজ'-এও বিশেষ চরিত্রে অভিনয় করছেন।
ভিকি কৌশলের ভাই সানির সঙ্গে শর্বরীর প্রেমের গুঞ্জন শোনা যায়। 'দ্য ফরগটেন আর্মি- আজাদি কে লিয়ে' সিরিজে একসঙ্গে কাজ করেছিলেন দুজন। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.