Advertisement
Advertisement

Breaking News

রাম মন্দিন ভূমিপুজো

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে রাম মন্দিরের ভূমিপুজোর ৯টি ইট, এর মাহাত্ম্য জানেন?

ছবিতে দেুখন এর নেপথ্য ইতিহাস।

৫০০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাম জন্মভূমিতে রাম মন্দির স্থাপনের শুভ সূচনা হল বুধবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে ভুমিপুজো করা হল রাম মন্দিরের।

মোট ন'টি ইট স্থাপন করা হয়। ভারত তথা গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের রাম ভক্তরা ১৯৮৯ সালে এই ইট পাঠিয়েছিলেন। যার প্রত্যেকটিতে 'জয় শ্রী রাম' লেখা রয়েছে।

গোটা বিশ্ব থেকে প্রায় ২ লক্ষ ৭৫ ইট এসেছে। তার মধ্যে ১০০টিতে 'জয় শ্রী রাম' লেখা রয়েছে। সেখান থেকেই ভিত্তিপ্রস্তত স্থাপনের জন্য ৯টিকে বেছে নেওয়া হয়। প্রথমে আটটি ইট স্থাপন করা হয়। সবশেষে কুর্ম চিহ্ন আঁকা ইটটি স্থাপিত হয়। এই কুর্ম ইটটির উপরই রামলালা বিরাজমান হবেন।

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে নেতা-মন্ত্রীদের পাশাপাশি হাজির হয়েছিলেন রামভক্তরাও। বেলা ১২টা ৪৪ মিনিট ৮ সেকেন্ডে ছিল ভূমিপুজোর শুভক্ষণ। শাস্ত্রমতে মাত্র ৩২ সেকেন্ডই স্থায়ী সব থেকে বেশি শুভ ‘চক্র সুদর্শন মুহূর্ত’৷

এই বিশেষ দিন উপলক্ষে রামলালার জন্য দুটো আলাদা পোশাক তৈরি করা হয়। সবুজ ও কমলা। এই বিশেষ পোশাকে সোনালী সুতো দিয়ে ৯টি মূল্যবান মণি-রত্ন গাঁথা রয়েছে।

ভূমিপুজো উপলক্ষে মেতে ওঠে গোটা দেশ। দিল্লিতে বিশেষ রাম পুজোর আয়োজন করেছিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু।

লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজনও মধ্যপ্রদেশে এদিন শ্রী রামের পুজো দেন।

হরিয়ানা-কর্ণাটক-সহ বিভিন্ন রাজ্যে ভূমিপুজো উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়।