Advertisement
Advertisement

Breaking News

Durnibar Saha

‘ও সারাজীবনের মতো আমার’, দুর্নিবারের সঙ্গে প্রেমের কথা স্বীকার ঐন্দ্রিলার

সোশ্যাল মিডিয়ায় দুর্নিবার লিখলেন, 'I love you more'.

জল্পনায় সিলমোহর। অবশেষে দুর্নিবারের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করলেন প্রেমিকা ঐন্দ্রিলা সেন। লিখলেন, "হ্যাঁ ও সারা জীবনের মতো আমার এবং শুধু আমার। এবার আসল গল্পটা লেখা হোক।" (ছবি: ফেসবুক)

প্রেমিকার পোস্টে ভালবাসার কথা স্বীকার করে নিয়েছেন গায়ক দুর্নিবারও। লিখেছেন, 'I love you more'. ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। (ছবি: ফেসবুক)

২০২১ সালে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে সামাজির বিয়ে সারেন দুর্নিবার। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হল না। চলতি বছরের শুরু থেকেই শোনা যাচ্ছিল বিচ্ছেদের গুঞ্জন। (ছবি: ফেসবুক)

২০১৫ সালে কাজের সূত্রে পরিচয় দুর্নিবার সাহা ও মীনাক্ষী মুখোপাধ্যায়ের। ধীরে ধীরে বন্ধুত্ব-প্রেম-বিয়ে। সম্পর্কের ২ বছরের মাথায় অর্থাৎ ২০১৭ সালে আইনি বিয়ে সারেন যুগল। তারপর তাঁরা একসঙ্গে থাকতেন বলেই খবর। ছবি: ফেসবুক)

বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই শোনা যায় বাড়ি ছেড়েছেন মীনাক্ষী। দুর্নিবারের সঙ্গে থাকতেন না তিনি। তবে এই বিষয়ে দুর্নিবার বা মীনাক্ষী কেউই মুখ খোলেননি কোনওদিন। (ছবি: ফেসবুক)

অবশেষে শনিবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন দুর্নিবারের প্রেমিকা ঐন্দ্রিলা। জানালেন, দুর্নিবার শুধুই তাঁর। (ছবি: ফেসবুক)

দুর্নিবারের নতুন প্রেমিকা বিনোদন জগতের সঙ্গেই জড়িত। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার তিনি। মোহর নামেই পরিচিত। (ছবি: ইনস্টাগ্রাম)

ঐন্দ্রিলা-দুর্নিবার তাঁদের সম্পর্ক স্বীকার করে নিলেও এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি মীনাক্ষী। (ছবি: ফেসবুক)